ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো-বাংলা লিরিক্সঃ
ময়লা টি-শার্ট,ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
ময়লা টি-শার্ট,ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
দিন বদলের, টানা-পোঁড়েনে
শখের ঘুড়ি নাটাই সুঁতো
শখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তো্মার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে মন
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং এর ঘর
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়বড়
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
Ghuri Tumi Kar Akashe Oro-Lyrics In English:
Moila T-shirt, chera juto
Kodin agee i
Chilo moner e moto
Moila T-shirt, chera juto
Kodin agee i
Chilo moner e moto
Din bodoler, tana-porane
sokher ghuri, natai suto
Ghuri tumi kar akashe oro
Tar akash ki amar cheye boro?
Tar akash ki amar cheye boro?
Ghuri tumi kar akashe oro
Tar akash ki amar cheye boro?
Tar akash ki amar cheye boro?
Song Credit:
গানঃ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
শিল্পীঃ লুৎফর হাসান
কথাঃ সোমেস্বর অলি
সুরঃ লুৎফর হাসান
Song : Ghuri Tumi Kar Akashe Oro
Singer: Lutfor Hasan
Lyrics : Someshwar Oli
Tune : Lutfor Hasan
Music : Jitu & Kishor
Label : Agniveena