মাঝে মাঝে তব দেখা পাই(Majhe Majhe Tobo Dekha Pai)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

Majhe Majhe Tobo Dekha Pa

মাঝে মাঝে তব দেখা পাই-লিরিক্স 

কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমার অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।

ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে।

ওহে হারাই-হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে
হারাইয়া ফেলি চকিতে।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।

ওহে কি করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
ওহে কি করিলে বল পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ
প্রেম আমি কোথা পাব নাথ
তোমারে হৃদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা

ওহে,আর কারো পানে চাহিব না আর
 করিব হে আমি প্রাণপণ
ওহে,আর কারো পানে চাহিব না আর
 করিব হে আমি প্রাণপণ

ওহে,তুমি যদি বল এখনি করিব
তুমি যদি বল এখনি করিব
 বিষয়বাসনা বিসর্জন
দিব শ্রীচরণে বিষয়
দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি 
বিষয়-বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা

কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না
তোমারে দেখিতে দেয় না।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।

Majhe Majhe Tobo Dekha Pai-Lyrics In English:

Keno megh ase hridoy-akashe
Keno megh ase hridoy-akashe
Tomare dekhite dai na
Mohomeghe tomare dekhite dai na
Mohomeghe tormar ondho kore rakhe
Tomare dekhite dai na

Majhe majhe tobo dekha pai 
Chirodin keno pai na
Majhe majhe tobo dekha pai 
Chirodin keno pai na

Khonik aloke akhir poloke
Tomai jobe pai dekhite
O hey, Khonik aloke akhir poloke
Tomai jobe pai dekhite

Song Credit:


Song Name: Majhe Majhe Tobo Dekha Pai
Singer : Prashmita Paul
Lyrics: Rabindranath Tagore
 Tune: Rabindranath Tagore

Song Information:

রাগ: কাফি
তাল: দাদরা
পর্যায়ঃ পূজা ও প্রার্থনা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন




আরও রবীন্দ্র সঙ্গীত লিরিক্সঃ


























Post a Comment

Previous Post Next Post