ছিপ নৌকো-বাংলা লিরিক্সঃ
আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে
আড়াল দেয়াল রেখো না
আড়াল দেয়াল রেখো না
আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে
দেখ চোখের তারায় জলকণা
আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে
দেখ লাজুক লিরিক কল্পনা
আরণ্যক পৃথিবী এক সে সবার মতো নয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়
আরণ্যক পৃথিবী এক সে সবার মতো নয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়
তাই লাজুক লিরিকগুলো অগুছালোই রয়
অদ্ভুত তার ভুলগুলো চোখের তারায় ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নই
তোমার দেখার চোখটাই অবাক তাই এমন মনে হয়
আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নই
তোমার দেখার চোখটাই অবাক তাই এমন মনে হয়
তোমার দেখার চোখটাই অবাক তাই এমন মনে হয়
অদ্ভুত এই ভুলগুলো চোখের তারার ফুলগুলো
উদাস হাওয়ায় উড়ে আনমনা
তোমার ছিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে
তুমিও আড়াল রেখো না
লাজুক লিরিক আর কল্পনা
তোমার ছিপ নৌকোয় যাবে সেই অন্য মেয়ে
লাজুক লিরিক আর কল্পনা
লাজুক লিরিক আর কল্পনা
আমার ছিপ নৌকোয় এসো ও অন্য মেয়ে
দেখ লাজুক লিরিক কল্পনা
Chip Nouko-Lyrics In English:
Amar chip noukoy eso o onno meye
Aral deyal rekho na
Amar chip noukoy eso o onno meye
Lajuk lyric ar kolpona
Amar chip noukoy eso o onno meye
Dekho chokher tarai jolkona
Amar chip noukoy eso o onno meye
Dekho lajuk lyric kolpona
Aronnok prithi ek se sobar moto noy
Tai lajuk lyric gulo agochalo e roy
Aronnok prithi ek se sobar moto noy
Tai lajuk lyric gulo agochalo e roy
Song Credit:
গানের নামঃ ছিপ নৌকো
শিল্পীঃ তাহসান ও কনা
অ্যালবামঃ খেয়াল পোকা
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
Song Name : Chip Nouko
Singer : Tahsan & Kona
Lyrics: Prince Mahmud
Tune: Prince Mahmud
Composition : Prince Mahmud
Album : Kheyal Poka
Label : G Series