এত জল ও কাজল চোখে
পাষানী আনলে বল কে ?
টলমল জল মোতির মালা
দুলিছে ঝালর পলকে ।।
দিল কি পুব হাওয়াতে দোল ,
বুকে কি বিঁধিল কেয়া ?
কাঁদিয়া কুটিরে গগন
এলায়ে ঝামর অলকে।।
চলিতে পৈচি কি হাতের
বাধিল বৈচি কাটাতে ?
ছাড়াতে কাচুলির কাঁটা
বিধিল হিয়ার ফলকে ।।
যে দিনে মোর দেওয়া – মালা
ছিঁড়িলে আনমনে সখি ,
জড়াল যুঁই – কিসুমী – হাড়
বেণীতে সেদিন গুলো কে ।।
যে পথে নীর ভরণে যাও
বসে রই সে পথ – পাশে
দেখি নিত কার পানে চাহি
কলসীর সলিল ছলকে ।।
মুকুলী মন সেধে সেধে
কেবলি ফিরিনু কেদে ,
সরসীর ঢেউ পলায় ছুটি
না ছুতেই নলিন – নোলকে ।।
বুকে তোর সাত সাগরের জল
পিপাসা মিটল না কবি ,
ফটিক – জল ! জল খুঁজিস যেথায়
কেবলি তড়িৎ ঝলকে ।।
Song Name : Eto Jol O Kajol Chokhe
Voice : Tanveer Alam Shawjeeb
Nazrul Geeti
Song Credit:
Song Name:
Singer :
Lyrics: Kazi Nazrul Islam
Tune : Kazi Nazrul Islam
Song Information:
রাগঃ মান্দ্ (মাণ্ড)
তালঃ কাহারবা
পর্যায়ঃ প্রেম
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩৩৪,
রচনাকাল (খৃষ্টাব্দ): মে-জুন ১৯২৭
স্বরলিপিকারঃ সুধীন দাশ
রচনাস্থানঃ
গানের নাম : এত জল ও কাজল চোখে
কন্ঠ : তানভীর আলম সজীব
নজরুল গীতি