এই পদ্মা এই মেঘনা(Ei Padma Ei Meghna)-লিরিক্স | দেশাত্মবোধক গান


Ei Padma Ei Meghna

এই পদ্মা এই মেঘনা-বাংলা লিরিক্সঃ 


এই পদ্মা,এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ ,এই আমার প্রেম
আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে

এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে।
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে।

এই পদ্মা, এই মেঘনা,
 এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মত
নদীও নারীর মত কথা কয়।

এই পদ্মা, এই মেঘনা,
 এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মত
নদীও নারীর মত কথা কয়।

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে

যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে
আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে।

এই পদ্মা,এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ ,এই আমার প্রেম
আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে

Ei Padma Ei Meghna-Lyrics In English:


Ei padma, ei meghna, ei jamuna surma nadir tote
Amar rakhal mon gaan geye jai
Amar rakhal mon gaan geye jai
Ei desh , ei amar prem
Annnodo bedonay milion o biroho sonkote
Koto annodo bedonay milion o biroho sonkote

Ei modhd moti dhan shiri nadir tire
Nijake hariye jeno pai phere phere
Ei modhd moti dhan shiri nadir tire
Nijake hariye jeno pai phere phere
Ek nil dheu kobitar prossodh pote
Annnodo bedonay milion o biroho sonkote
Koto annodo bedonay milion o biroho sonkote

Ei podda, ei meghna
Ei hazar nadir obobahikai
Ekhane romonigulo nadir moto
Nadi o narir moto kotha koi

Ei podda, ei meghna
Ei hazar nadir obobahikai
Ekhane romonigulo nadir moto
Nadi o narir moto kotha koi


এই পদ্মা,এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে

Song Credit:

গানঃ এই পদ্মা এই মেঘনা
শিল্পীঃ ফরিদা পারভীন
গীতিকারঃ আবু জাফর
সুরকারঃ আবু জাফর


Song Name: Ei Padma Ei Meghna
Singer: Farida Parveen
Lyrics: Abu Zafar
Tune: Abu Zafar





Post a Comment

Previous Post Next Post