হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে-লিরিক্সঃ
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
তবু এসো ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
তবু এসো ভালোবেসে
খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমার জন্যে শুধু
তোমার জন্যে
গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু
তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর
আবেগ জড়ানো কূলে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
তোমার জন্যে
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্যে শুধু
তোমার জন্যে
আমি সেই সুখে আজ
স্বপ্নলোকের
দুয়ার দিয়েছি খুলে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো
তবু এসো ভালোবেসে
Hawai Hawai Dolna Dole-Lyrics In English:
Hawai hawai dolna dole
Surer dana mele
Tomar moner uthane, laapy debo
Sajiye debo phole
Tumi eso
Tabu eso bhalobeshe
Hawai hawai dolna dole
Surer dana mele
Tomar moner uthane, laapy debo
Sajiye debo phole
Tumi eso
Tabu eso bhalobeshe
Khayali shishir lutabe tai
Achol tane meghe
Tomar jonne shudhu
Tomar jonne
Godhuli akash lajuk lajuk
Sondha ekhon o jege
Tomar jonne shudhu
Tomar jonne
Ami sei sukhe aj
Pheliche nongor
Abeg jorano kule
Tumi eso
Tabu eso bhalobeshe
Raat nijhum jonak nache
Chondon tip mekhe
Tomar jonne shudhu
Tomar jonne
Poddo ranga jhiler dalai
Chad je kabbo lekhe
Tomar jonne shudhu
Tomar jonne
Ami sei sukhe aj
Sopnoloker
Duyar diyachi khule
Tumi eso
Tabu eso bhalobeshe
Hawai hawai dolna dole
Surer dana mele
Tomar moner uthane, laapy debo
Sajiye debo phole
Tumi eso
Tabu eso bhalobeshe
Song Credit:
Song Name: Hawai Hawai Dolna Dole
Singer: Habib Wahid & Nancy
Lyrics: Jewel Mahmud
Tune: Habib Wahid
Music : Habib Wahid
Movie : Akash Chowa Bhalobasha
Director : S A Haque Alik
Label : G Series