সেদিন দুজনে দুলেছিনু বনে-লিরিক্সঃ
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু ক্ষনে ক্ষনে
যেন জাগে মনে, ভুলো না
ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা
ভুলো না, ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
তোমার হাসির তুলনা
ভুলো না, ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কী মহা লগনে
চাঁদ উঠেছিল গগনে।
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না
ভুলো না, ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সে রাখী খুলো না, খুলো না
ভুলো না, ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু ক্ষনে ক্ষনে
যেন জাগে মনে, ভুলো না
ভুলো না, ভুলো না
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
Sedin Dujone Dulechinu Bone Lyrics In English:
Sedin dujone dulechinu bone
Pholodore badha jhulo na
Sedin dujone dulechinu bone
Pholodore badha jhulo na
Sei sritituku kovu khone khone
Jeno jage mone, bhulo na
Bhulo na, bhulo na
Sedin dujone dulechinu bone
Pholodore badha jhulo na
Sedin batashe chilo tumi jano
Amari moner prolap jorano
Sedin batashe chilo tumi jano
Amari moner prolap jorano
Akashe akashe achilo chorano
Tomar hasir tulona
Bhulo na, bhulo na, bhulo na
Sedin dujone dulechinu bone
Pholodore badha jhulo na
Jete jete pothe purnima raate
Chad uthechilo gogone
Dekha hoyechilo tomate amate
Ki jani ki moha logone
Chad uthechilo gogone
Ekhon amar bela nahi ar
Bohibo ekaki biroher var
Ekhon amar bela nahi ar
Bohibo ekaki biroher var
Badhinu je rakhi porane tomar
Se rakhi khulo na, khulo na
Bhulo na, bhulo na, bhulo na
Sedin dujone dulechinu bone
Pholodore badha jhulo na
Sei sritituku kovu khone khone
Jeno jage mone, bhulo na
Bhulo na, bhulo na
Sedin dujone dulechinu bone
Pholodore badha jhulo na
Song Credit:
Song Name: Sedin Dujone Dulechinu Bone
Singer : Trissha Chatterjee
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Singer : Trissha Chatterjee
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Song Information:
রাগঃ পিলু
তালঃ কাহারবা
পর্যায়ঃ প্রেম
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯২৭
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রচনাস্থানঃ ব্যাংকক থেকে পিনাং যাবার পথে
তালঃ কাহারবা
পর্যায়ঃ প্রেম
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯২৭
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
রচনাস্থানঃ ব্যাংকক থেকে পিনাং যাবার পথে