আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না-লিরিক্সঃ
আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না
প্রাণো বন্ধু রে,
প্রাণো বন্ধু রে,
এ জীবনে কষ্ট ফুরায় না।
আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না
প্রাণো বন্ধু রে,
প্রাণো বন্ধু রে,
এ জীবনে কষ্ট ফুড়ায় না।
হায় রে, এ জীবনে কষ্ট ফুরায় না
প্রাণো বন্ধু রে..
যারে ভাবি আপন আপন
সে কি জানে আমার বেদন
তার মনেতে দরদ কি হইলো না।
যারে ভাবি আপন আপন
সে কি জানে আমার বেদন
তার মনেতে দরদ কি হইলো না।
সে কি জানে আমার বেদন
তার মনেতে দরদ কি হইলো না।
তার বিরহে বক্ষ ভাসে
দেখে সকল লোকে হাসে
কেমন আছি খবর তো নিলা না
দেখে সকল লোকে হাসে
কেমন আছি খবর তো নিলা না
প্রাণো বন্ধু রে
এ জীবনে কষ্ট ফুরায় না
আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না
এ জীবনে কষ্ট ফুরায় না।
হায় রে, এ জীবনে কষ্ট ফুরায় না
নিঠুর বন্ধু রে
সুজন ভেবে তুইলা কোলে
অনাদরে দিলা ফেলে
এতো নিঠুর জানা তো ছিলো না।
অনাদরে দিলা ফেলে
এতো নিঠুর জানা তো ছিলো না।
সুজন ভেবে তুইলা কোলে
অনাদরে দিলা ফেলে
এতো নিঠুর জানা তো ছিলো না।
অনাদরে দিলা ফেলে
এতো নিঠুর জানা তো ছিলো না।
অভিনয়ে পাকা তুমি
আগে কি আর জানতাম আমি
অবুঝ মনে দিলি যন্ত্রণা প্রাণো বন্ধু রে।
প্রাণো বন্ধু রে
এ জীবনে কষ্ট ফুরায় না
আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না
এ জীবনে কষ্ট ফুরায় না।
হায় রে, এ জীবনে কষ্ট ফুরায় না
আমার মনে দিয়া আশা
ভেঙ্গে দিলি ভালোবাসা
ভাবলি না তুই আমার ভাবনা
ভেঙ্গে দিলি ভালোবাসা
ভাবলি না তুই আমার ভাবনা
হয়তো আমায় ভুলে গেছো
কত সুখে ঘর বেধেছো
বুকের বাসা হৃদয় কইরে ফানা
কত সুখে ঘর বেধেছো
বুকের বাসা হৃদয় কইরে ফানা
প্রাণো বন্ধু রে
এ জীবনে কষ্ট ফুরায় না
আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না
প্রাণো বন্ধু রে,
এ জীবনে কষ্ট ফুরায় না।
হায় রে, এ জীবনে কষ্ট ফুরায় না
Mukh Dekhe Kew Dukkho Bujhe Na-Lyrics In English:
Amar mukh dekhe keu dukkho bujhe na
Prano bondhu re
E jibone kosto furai na
Amar mukh dekhe keu dukkho bujhe na
Prano bondhu re
E jibone kosto phurai na
Prano bondhu re
Jare vabi apon apon
Se ki jane amar bedon
Tar monete dorod ki hoilo na
Jare vabi apon apon
Se ki jane amar bedon
Tar monete dorod ki hoilo na
Tar birohe bokkho vase
Dekhe sokol loke hase
Kemon achi khobor to nila na
Prano bondhu re
E jiboe kosto phurai na
Amar mukh dekhe kew dukkho bujhe na
Prano bondhu re
E jibone kosto phurai na
Song Credit:
Song: Mukh Dekhe Kew Dukkho Bujhe Na
Singer: Sagor Baul & Masuma Sultana Sathi
Lyric: Gitikabi Fokir Badsha
Tune: Gitikabi Fokir Badsha
Lable: Nagorik Music