সবার জীবনে প্রেম আসে-বাংলা লিরিক্সঃ
সবার জীবনে প্রেম আসে
সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে।
তাই তো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হলো।
চোখের ভাষাতে বলা হলো।
এই পথে যেতে যেতে দেখা হলো
এ দুটি হৃদয় আরও কাছে এলো
এ দুটি হৃদয় আরও কাছে এলো
এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হলো।
চোখের ভাষাতে বলা হলো।
এই পথে যেতে যেতে দেখা হলো
এ দুটি হৃদয় আরও কাছে এলো
এ দুটি হৃদয় আরও কাছে এলো
প্রেমের স্মৃতি যেন সুখের কাটা
যায় না ভোলা কভু তারে।
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে।
প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা
প্রেম আছে বলে আছে অনেক আশা
বুকের গভীরে বাধে বাসা।
প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা
প্রেম আছে বলে আছে অনেক আশা
বুকের গভীরে বাধে বাসা।
প্রেমের ছবি যদি প্রাণে আঁকে
যায় না মোছা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
সবার জীবনে প্রেম আসে।
Sobar jibone Prem Ashe-Lyrics In English:
Sobar jibone prem ashe
Sobar jibone prem ase
Tai to sobai bhalobase
Prothom jare lage valo
Jai na vola kovu tare
Sobar jibone prem ashe
Tai to sobai bhalobase
Prothom jare lage valo
Jai na vola kovu tare
Sobar jibone prem ashe
Ei mone joto kotha bolar chilo
Chokher vasate bola holo
Ei pothe jete jete dekha holo
E duti hridoy ar o kache elo
Ei mone joto kotha bolar chilo
Chokher vasate bola holo
Ei pothe jete jete dekha holo
E duti hridoy ar o kache elo
Premer sriti jeno sukher kata
Jai na vola kovu tare
Sobar jibone prem ashe
Tai to sobai bhalobase
Prothom jare lage valo
Jai na vola kovu tare
Sobar jibone prem ashe
Prem holee bare ar o premer nesha
Premik bojhe shudhu premer vasa
Prem ase bole ase onek asa
Buker govire badhe basa
Prem holee bare ar o premer nesha
Premik bojhe shudhu premer vasa
Prem ase bole ase onek asa
Buker govire badhe basa
Premer chobi jodi prane ake
Jai na mocha kovu tare
Sobar jibone prem ashe
Tai to sobai bhalobase
Prothom jare lage valo
Jai na vola kovu tare
Sobar jibone prem ashe
Tai to sobai bhalobase
Prothom jare lage valo
Jai na vola kovu tare
Sobar jibone prem ase
Sobar jibone prem ase
Song Credit:
গানের নামঃ সবার জীবনে প্রেম আসে
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও রিজিয়া পারভিন
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরঃ আলম খান
ছায়াছবিঃ ভাংচুর
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও রিজিয়া পারভিন
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরঃ আলম খান
ছায়াছবিঃ ভাংচুর
Song Name: Sobar jibone Prem Ashe
Singer: Andrew Kishore & Rizia Parveen
Lyrics: Moniruzzaman Monir
Tune: Alam Khan
Movie: Vangchur
Cast: Moushumi & Ilias Kanchan
Label: Anupam