লালনগীতি | বর্ণানুক্রমিক সূচী | অ

অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

অন্তিম কালের কালে ও কি হয় না জানি

অমর ভেবে সার

অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর

অজান খবর না জানিলে কীসের ফকিরি

অধরাকে ধরতে পারি কই গো তারে তার

অনাদির আদি শ্রীকৃষ্ণনিধি

অনুরাগ নইলে কি সাধন হয়

অনুরাগের ঘরে মারগা চাবি

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

অন্তরে যার সদাই সহজরূপ জাগে

অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই

অন্ধকারের আগে ছিল সাঁই রাগে

অপারের কাণ্ডার নবিজী আমার

অবোধ মন তোরে আর কী বলি

অবোধ মন রে তোর হলো না দিশে।

অমৃত মেঘের বারি

অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

অসার ভেবে সার দিন গেল আমার

Post a Comment