ত
তরিকতে দাখিল হলে সকল জানা যায়
তা কি পারবি তোরা জ্যান্তে মরা সেই প্রেমসাধনে
তা কি মুখের কথায় হয়
তারে কি আর ভুলতে পারি আমার এই মনে
তারে চিনবে কেরে এই মানুষে
তিন দিনের তিন মর্ম জেনে
তিন পোড়াতে খাঁটি হলে না
তিল পরিমাণ জায়গাতে কী কুদরতিময়
তীরধারা বয় রে নদীর তীরধারা বয়
তুমি তো গুরু স্বরূপের অধীন
তুমি বা কার কে বা তোমার এই সংসারে
তোমরা আর আমায় কালার কথা বল না
তোমার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে
তোরা আয় দেখে যা নূতন ভাব এনেছে গোরা
তুমি কার আজ কেবা তোমার এই সংসারে