ও
ও গো বিন্দে ললিতে
ও গো ব্রজ নীলে একি নীলে
ও গৌরের ভাব রাখিতে সামান্যে কি পারবি তোরা
ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন
ও মন কর সাধনা মায়ায় ভুল না
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
ওগো মানুষের তত্ত বল না
ওগো রাইসাগরে নামলো শ্যামরায়
ওমা যশোদে তায় আর বললে কী হবে
ও আমার মন যারে চাই
ও জীবের ধান্ধা কেন যায় না
ও তার ঠিকের ঘরে ভুল পড়েছে মন
ও মন, কে তোমার যাবে সাথে
ও মন, দেখে শুনে ঘোর গেল না
ওই গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
ও কালার কথা কেন বল আজ আমায়
ও গো জ্যান্তে মরা সে প্রেম-সাধনে
ও গো রাই-সাগরে নামলো শ্যামরায়
ও গৌরের প্রেম রাখিতে
ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন
ও পারের কাণ্ডারী নবীজী আমার
ও মন, কে তোমারা যাবে সাথে
ও মন, ফিন পোড়ায় তো খাঁটি হ'লে না
ও মন, বল রে সদা লায়লাহা ইল্লেল্লা
ও মন, যে না বোঝে সেইরূপ সে হয়
ওরে মন আমার, গেল জানা
ও সে প্রেম করা কি কথারি কথা
ও সে ফুলের মর্ম জানতে হয়
ও সে রূপের ঘরে অটল রূপ বিহারে