লালনগীতি | বর্ণানুক্রমিক সূচী | আ Runn

 আ

আইন সত্য মানুষবর্ত করো এই বেলা
আইন 

মাফিক নিরিখ্ দিতে ভাব কি
আকার কি নিরাকার সাঁই রব্বানা
আকারে ভজন সাকারে সাধন, তায়
আগে কপাট মার কামের ঘরে
আগে কে জানে গো এমন হবে
আগে গুরুরতি কর সাধনা
আগে জান না রে মন
আগে জানো নারে মন
আগে পাত্র যোগ্য না করে যে জন সাধন করে
আগে মন সাজো প্রকৃতি
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
আছে আল্লা আলে রসুলকলে
আছে কোন মানুষের বাস কোন দলে
আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা
আছে ভাবের তালা যেই ঘরে
আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না
আছে যার মনের মানুষ মনে তোলা
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
আছেন কোথায় স্বর্গপুরে
আছেরে ভাবের গোরা আসমানে
আজ আমার অন্তরে কী হলো ও গো সই
আজ আমার কৌপিন দে গো ভারতী গোঁসাই
আজ কি দেখতে আলি গো তোরা বলনা তাই
আজ ব্রজপুরে কোন পথে যাই
আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে
আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই
আজব আয়নামহল মণি গভীরে
আজব এক রসিক-নাগর ভাসছে রসে
আজব রঙ ফকিরি
আজো করছে সাঁই ব্রহ্মাণ্ডের অপার লীলে
আঠার মোকামে একটি রূপের বাতি
আত্মতত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়
আদি মক্কা এই মানব দেহে, দেখনারে মন ভরে
আপন আপন চিনেছে যে জন
আপন খবর না যদি হয়
আপন ঘরের খবর নে না
আপন মনে যার গরল মাখা থাকে
আপন মনের গুণে সকলি হয়
আপন মনের বাঘে যারে খায়
আপন সুরতে আদম গঠলেন দয়াময়
আপনার আপনি ফানা হলে
আপনার আপনি মন না জান ঠিকানা
আপনারে আপনি চিনিনে
আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না
আপ্ততত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়
আবহায়াতের নদী কোনখানে ।
আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি
আমার একি কবার কথা
আমার ঘর খানায় কে বিরাজ করে।
আমার ঘরের চাবি পরেরই হাতে
আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে
আমার দিন কি যাবে এই হালে
আমার দেখেশুনে জ্ঞান হলো না
আমার মতো প্রাণ কাঁদিলে
আমার মন-বিবাগী ঘোড়া বাগ ফিরাতে পারি নে দিবারাতে
আমার মনের বাসনা
আমার হয় না রে সে মনের মত মন
আমারে কি রাখবেন গুরু চরণদাসী
আমি অপার হয়ে বসে আছি
আমি ঐ চরণে দাসের যোগ্য নই।
আমি কার ছায়ায় দাঁড়াই বলো
আমি কি দোষ দিব কারে রে
আমি কি সন্ধানে যাই সেখানে
আমি কী তাই জানলে সাধন সিদ্ধ হয়
আমি কোথায় ছিলাম আবার কোথায় এলাম ভাবি তাই ।
আমি কোন সাধনে তারে পাই
আমি তো নইরে আমার
আমি বলি তোরে মন গুরুর চরণ কর রে ভজন
আমি যার ভাবে আজ মুড়িয়েছি মাথা
আয় কে যাবি ওপারে
আয় হারালি আমাবতী না মেনে
আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
আর আমার বলিস না রে ছিদাম ব্রজের কথা ।
আর আমারে মারিসনে মা
আর কি আসবে সেই কেলে সোনা এই গোকুলে
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
আর কি গৌর আসবেন ফিরে ।
আর কি পাশা খেলবরে
আর কি বসবো এমন সাধুর সাধবাজারে ।
আর কি হবে এমন জনম বসবো সাধুর মেলে
আর কেনরে মন ঘুর বাহিরে
আর তো কালার সে ভাব নাই কো সই
আলিফ লাম মিমেতে কোরান
আল্লা কে বোঝে তোমার অপার নীলে
আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি
আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায়
আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে
আল্লাহ নাম সার করে যে জন বসে রয়
আল্লাহ বলো মন রে পাখী
আশা পূর্ন হলো না
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
আশেকে উম্মত্ত যারা
আহাদে আহাম্মদ এসে

Post a Comment