শুয়া উড়িল উড়িলো(Shuya Urilo Urilo)-লিরিক্স | শীতালং শাহ

শুয়া উড়িল উড়িলো-লিরিক্সঃ

 সুয়া উড়িলো উড়িলো

জীবেরও জীবন
সুয়া উড়িলো রে.

লা-মোকামে ছিলাই সুয়া
আনন্দি মন,
ভবে আসি পিঞ্জিরাতে
হইলা বন্ধন।।

পিঞ্জিরা থাকিয়া কইরলা
প্রেমেরও সাধন,
(হায় আল্লাহ) এখনো ছাড়িয়া যাইতে
না লাগে বেদন।।

তুমি নিজ দেশে যাইবে পাখি
ফুরিলে মেয়াদ
তোমার পিঞ্জিরা রহিবে খালি
হইয়া বরবাদ...

লা-মোকামে যাওরে পাখী
করিয়া গমন,
(হায়রে) পিঞ্জিরা যে কান্দে তোর
প্রেমেরও কারণ।।

শোনো শীতালং ফকিরে বলে
মনে আলাপন
আরে যাওয়ার সময়
যাও পাঙ্খি দিয়া দরশন।।

সুয়া উড়িলো উড়িলো
জীবেরও জীবন
সুয়া উড়িলো রে।

ও সুয়া উড়িলো রে।

শুয়া উড়িল উড়িল জীবেরও জীবন
শুয়া উড়িল উড়িল রে
আরলাম আকানে ছিলা আনন্দিত মন
ভবে আসি পিঞ্জরাতে হইলা বন্ধন।
নিদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তোর 
পাষাণ সমান হিয়া কঠিন অন্তর।
পিঞ্জরায় থাকিয়া করলা প্রেমেরও সাধন
পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন।
শীতলং ফকিরে কইন দম কর সাধন 
দমের ভিতর আছে পাখি করিও যতন।

Shuya Urilo Urilo-Lyrics In English:

Song Credit:

গানের নামঃ শুয়া উড়িল
শিল্পীঃ এস আই টুটুল,
ফজলুর রহমান বাবু , 
শফি মণ্ডল  প্রান্তি

কথাঃ শীতালং শাহ
সুরঃ রাম কানাই দাস
সিনেমাঃঘেটু পুত্র কমলা

Song Name: Shuya Urilo Urilo
Singer: SI Tutul, Fazlur Rahman Babu, 
Shofi Mondol & Pranti
Lyrics: Shitalong Shah
Tune: Ramkanai Das
Movie: Ghetu Putro Komola





Post a Comment

Previous Post Next Post