আমার সোনার বাংলা-লিরিক্সঃ
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সারোয়ার্দী, শেরে-বাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
একাক্তরের দিনগুলি,
তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রাণ,
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছো তুমি মাগো
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি,
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা
উন্নত মম শির,
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান,
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার,
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
শাণিত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদীন,
এস এম সুলতানের রং তুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
নতুন দেখা সে ভোর।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশী ভালোবাসি।
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম
প্রথম ও শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
বেজে ওঠো সুমধুর,
তুমি রাগে-অনুরাগে মুক্তি-সংগ্রামে
সোনা ঝরা সেই রোদ্দুর।
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
অভিমানের সংসার,
তুমি ক্রন্দন, তুমি হাসি,
তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে
বড় বেশী ভালোবাসি।
Amar Sonar Bangla Lyrics In English:
Tumi misrito logno madhurer
Jole veja kobitai
Acho Suhrawardy, Sher-e-Bangla ,
Bhashani er shesh issai
Tumi Bangabandhur rokte agun jala
Jalamoi se vason
Tumi dhaner shishe meshe thaka
Shaheed Ziar shopon
Tumi chele hara Ma, Jahanara Imam er
Ekatorer dinguli
Tumi Jasimuddin er Nakshi kathar math,
Mutho mutho sonar dhuli
Tumi tirish kingba tar othik
Lakho Shaheeder pran
Tumi Shaheed Minare provat ferir
Bhai hara Ekuser gaan
Amar sonar Bangla
Ami tomay bhalobasi
Jonmo diyecho tumi Mago
Tai tomay bhalobasi
Amar praner Bangla
Ami tomay bhalobasi
Praner priyo Ma toke
Boro besi bhalobasi
Tumi kabi Nazrul er Bidrhohi kobita
Unnoto momo shir,
Tumi rokter kalite lekha nam,
Sath Sreshtho BIR
Tumi surer pakhi Abbas er
Dorod bhora sei gaan,
Tumi Abdul Alim er sorbonasha
Padma nadir tann
Tumi Sufia Kamal er kabbo bhasai
Narir adhikar,
Tumi Sadhin Bangla betar kender
Sanito churir dhar
Tumi Zainul Abedin,
SM Sultan er rong tulir achor
Shahidullah Kaiser, Munier Choudhury er
Notun dekha se bhor
Amar sonar Bangla
Ami tomay bhalobasi
Jonmo diyecho tumi Mago
Tai tomay bhalobasi
Amar praner Bangla
Ami tomay bhalobasi
Praner priyo Ma toke
Boro besi bhalobasi
Tumi bissrito logno madhurir
Jole veja kobitai
Tumi Bangalir gorbo, Bangalir prem
Prothom o shesh choyai
Tumi Bangabandhur rokte agun jala
Jalamoi se vason
Tumi dhaner shishe meshe thaka
Shaheed Ziar shopon
Tumi ekti phol ke bachabo bole
Beje otho su modhur
Tumi rage-anurage mukti-songram
Sona jhora sei roddor
Tumi protiti pongu Mukti Joddhar
Ovimaner songsar
Tumi krondon, tumi hasi
Tumi jagroto Shaheed Minar
Amar sonar Bangla
Ami tomay bhalobasi
Jonmo diyecho tumi Mago
Tai tomay bhalobasi
Amar praner Bangla
Ami tomay bhalobasi
Praner priyo Ma toke
Boro besi bhalobasi
Song Credit:
Song Name: Amar Sonar Bangla
Voice | Singer : James
Lyrics: Prince Mahmud
Tune : Prince Mahmud
Band Music
Band Name: Nagar Baul
গানের নামঃ আমার সোনার বাংলা
শিল্পীঃ জেমস
কথাঃ প্রিন্স মাহমুদ
সুরঃ প্রিন্স মাহমুদ
সঙ্গীতায়োজনেঃ প্রিন্স মাহমুদ
ব্যান্ড মিউজিক
ব্যান্ডঃ নগর বাউল
ব্যান্ড মিউজিক ক্যাপশান | Bangla Band Music Caption:
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সারোয়ার্দী, শেরেবাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
আমার সোনার বাংলা-গানটির শিল্পী কে ?
-- জেমস
আমার সোনার বাংলা-গানটি কে লিখেছেন ?
-- প্রিন্স মাহমুদ
আমার সোনার বাংলা-গানটির সুরকার কে ?
--প্রিন্স মাহমুদ