জয় বাংলা বাংলার জয়(Joy Bangla Banglar Joy)-লিরিক্স | দেশাত্মবোধক গান

Joy Bangla Banglar Joy Song Lyrics

জয় বাংলা বাংলার জয়-লিরিক্সঃ

জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে 
জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

বাংলার প্রতি ঘর 
ভরে দিতে চাই মোরা অন্নে
আমাদের রক্ত টগবগ দুলছে 
মুক্তির দীপ্ত তারুণ্যে

নেই ভয়
হয় হোক রক্তের প্রচ্ছদপট
হয় হোক রক্তের প্রচ্ছদপট
তবু করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

অশথের ছায়ে যেন রাখালের 
বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ 
নিদারুণ হাহাকার 
আর ওই কান্নার শব্দ

অশথের ছায়ে যেন রাখালের 
বাঁশরি হয়ে গেছে একেবারে স্তব্ধ
চারিদিকে শুনি আজ 
নিদারুণ হাহাকার 
আর ওই কান্নার শব্দ

শাসনের নামে চলে 
শোষণের সুকঠিন যন্ত্র
বজ্রের হুংকারে শৃঙ্খল ভাঙতে 
সংগ্রামী জনতা অতন্দ্র

আর নয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
তিলে তিলে বাঙালির এই পরাজয়
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

ভুখা আর বেকারের মিছিলটা 
যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে
 আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

ভুখা আর বেকারের মিছিলটা 
যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে
 আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে

বার বার ঘুঘু এসে খেয়ে 
যেতে দেবো নাকো আর ধান
বাংলার দুশমন তোষামোদী-চাটুকার
 সাবধান সাবধান সাবধান

এই দিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
সৃষ্টির উল্লাসে হবে রঙিন
আর মানি না মানি না 
কোনও সংশয়
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়

মায়েদের বুকে আজ
 শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে
গরীবের পেটে আজ
 ভাত নেই ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।

মায়েদের বুকে আজ
 শিশুদের দুধ নেই
অনাহারে তাই শিশু কাঁদছে
গরীবের পেটে আজ
 ভাত নেই ভাত নেই
দ্বারে দ্বারে তাই ছুটে যাচ্ছে।

মা-বোনেরা পরণে 
কাপড়ের লেশ নেই
লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে
ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে,
রোগে শোকে ধুকে ধুকে মরছে

অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই
অত্যাচারী শোষকদের আজ
মুক্তি নাই, মুক্তি নাই , মুক্তি নাই।

Joy Bangla Banglar Joy-Lyrics In English:

Joy Bangla Banglar joy
Joy Bangla Banglar joy
Hobe hobe hobe hobe nischoy
Koti pran ek sathe
 Jegeche ondho raate
Natun surjo uthar ei to somoy
Joy Bangla Banglar joy
Joy Bangla Banglar joy

Banglar proti ghor
Vore dite chai mora onne
Amader rokto togbog dulche
Muktir dipto tarunne

Nei voy
Hoi hok rokter proschodpot
Hoi hok rokter proschodpot
Tabu kori na kori na kori na voy
Joy Bangla Banglar joy
Joy Bangla Banglar joy

Ashother chaye jeno rakhaler
Basori hoye gache ekebare stobddo
Charidike suni aaj 
Nidarun hahakar
Ar oi kannar shobdo

Ashother chaye jeno rakhaler
Basori hoye gache ekebare stobddo
Charidike suni aaj 
Nidarun hahakar
Ar oi kannar shobdo

Sasoner naame chole
Shosoner sukothin jontro
Bosrer hungkare srinkol vangte
Sangrame jonota atontro

Aar noy
Tile tile Bangalir ei porajoy
Tile tile Bangalir ei porajoy
Ami kori na kori na kori na voy
Joy Bangla Banglar joy
Joy Bangla Banglar joy

Song Credit:

Song Name : Joy Bangla Banglar Joy
Singer: Chorus
Lyrics: Gazi Mazharul Anwar
Tune : Anwar Pervez
 Patriotic Song

গানের নামঃ জয় বাংলা বাংলার জয়
শিল্পীঃ সমবেত সংগীত
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
দেশাত্মবোধক গান

Post a Comment

Previous Post Next Post