ও মন রমজানের ঐ রোজার শেষে(O Mon Romjaner Oi Rojar Sheshe)-লিরিক্স | ঈদের গান

O Mon Romjaner Oi Rojar Sheshe-Lyrics

ও মন রমজানের ঐ রোজার শেষে-লিরিক্সঃ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

O Mon Romjaner Oi Rojar Sheshe-Lyrics In English:

O mon Romjaner oi rojar sheshe elo khusir EID
Tui aponake aj biliya de, shon asmani tagid
O mon Romjaner oi rajar sheshe elo khusir EID
Tui aponake aj biliya de, shon asmani tagid

Tor sona-dana, bala khana sob rahe Lillah
Tor sona-dana, bala khana sob rahe Lillah
De Jakat, murdah Muslimer aj vangaite nidh
De Jakat, murdah Muslimer aj vangaite nidh
O mon Romjaner oi rojar sheshe elo khusir EID

Song Credit:

গানের নামঃ ও মন রমজানের ঐ রোজার শেষে শিল্পীর নামঃ সমবেত গীতিকারঃ কাজী নজরুল ইসলাম সুরকারঃ কাজী নজরুল ইসলাম
Song Name : O Mon Romjaner Oi Rojar Sheshe Singer : Chorus Lyrics : Kazi Nazrul Islam Tune : Kazi Nazrul Islam

Song Information:

পর্যায়ঃ ইসলামী রাগঃ পিলু তালঃ কাহারবা


Post a Comment

Previous Post Next Post