আমি সেই সুতো হবো-বাংলা লিরিক্সঃ
আমি সেই সুতো হবো
যে তোমায় আলোকিত করে
যে তোমায় আলোকিত করে
নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো
আমি সেই নৌকো হবো
যে তোমায় পার করে
নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায়
দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায়
হবো সেই সুর যে তোমায়
মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই
আবার ফুরিয়ে যাবো
শুধু ভালোবেসো আমায়
শুধু ভালোবেসো আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টি
আনবো রংধনু
শুধু আপন থেকো,ভালবেসো
শুধু আপন থেকো,ভালবেসো
ভালবেসো আমায়
করে প্রমাণ মহৎ তোমায়
হয়ে যাব আমি নগণ্য
এ অপরাধ হয়ে আমি অপরাধী
ভেবে নেবো এটাই পুণ্য
ভেবে নেবো এটাই পুণ্য
আমি সেই সুতো হবো
যে তোমায় আলোকিত করে
নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো
যে তোমায় পার করে
আমি সেই নৌকো হবো
যে তোমায় পার করে
নিজেই ডুবে যাবো
দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায়
হবো সেই সুর যে তোমায়
মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই
আবার ফুরিয়ে যাবো
শুধু ভালোবেসো আমায়
শুধু ভালোবেসো আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টি
আনবো রংধনু
শুধু আপন থেকো,ভালবেসো
শুধু আপন থেকো,ভালবেসো
ভালবেসো আমায়
Sei Shuto Hobo-Lyrics In English:
Ami sei shuto hobo
Je tomay alokito kore
Nije jole jabo
Ami sei nouko hobo
Je tomar par kore
Nija e dube jabo
Hobo sei chokh je toamy
Dekhei bhuje jabo
Hobo sei sur je toamy
Matiye korun hobo
Hobo sei chad je hoye gele raat
Tomake alo debe
Din phire ele e
Abar phuriye jabo
Shudhu bhalobaso amay
Jhoriye amar chokher bristi
Anbo rong dhonu
Shudhu apon theko , bhalobeso
Bhalobeso amay
Kore proman mohoth tomay
Hoye jabo ami nogonno
E oporadth hoye ami oporadhi
Bheve nebo etai punno
Ami sei shuto hobo
Je tomay alokito kore
Nije jole jabo
Ami sei nouko hobo
Je tomar par kore
Nija e dube jabo
Hobo sei chokh je toamy
Dekhei bhuje jabo
Hobo sei sur je toamy
Matiye korun hobo
Hobo sei chad je hoye gele raat
Tomake alo debe
Din phire ele e
Abar phuriye jabo
Shudhu bhalobaso amay
Jhoriye amar chokher bristi
Anbo rong dhonu
Shudhu apon theko , bhalobeso
Bhalobeso amay
Song Credit:
Song : Ami Sei Shuto
Singer : Tahsan
Lyric : Tahsan
Singer : Tahsan
Lyric : Tahsan
Tune: Tahsan
Music : Tahsan
Album : Uddeshsho Nei
Label : G Series
Album : Uddeshsho Nei
Label : G Series
গানের নামঃ আমি সেই সুতো
শিল্পীঃ তাহসান
কথাঃ তাহসান
সুরঃ তাহসান
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
সুরঃ তাহসান
অ্যালবামঃ উদ্দেশ্য নেই