ফিরবো না আর বাড়ি-বাংলা লিরিক্সঃ
হাত বাড়িয়ে সূর্য ধরা
মন বাড়ির ঐ আকাশ খোলা
একটু আধটু আঁধার খেলা
করছে তাড়াহুড়া ।
ও ও করছে তাড়াহুড়া
মাঠের পাশে ছোট্ট বাড়ি
পরিচিত কেউ দিচ্ছে আড়ি
আমি না হয় একটু বোকা
চলছি হওয়ার গাড়ি ।
মাঠের পাশে ছোট্ট বাড়ি
পরিচিত কেউ দিচ্ছে আড়ি
আমি না হয় একটু বোকা
চলছি হওয়ার গাড়ি ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
রাগে অভিমানে রেখেছি লম্বা দাড়ি
থাকলে ঠাকুর ভয় পেয়ে
খেয়ে নিতো বাংলা তাড়ি ।
এতো দেখাদেখি হতে বিদ্যাসাগর বাকি
বুঝে না বুঝে আঁকাবুকি
জয়নাল মারে ফাঁকি ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
রাত কিনে নেবো চাঁদের আলো সহ
ভিটে মাটি যা যা আছে
ছেড়ে দেবো সব মোহ ।
ছুটবো নগর গায়ে বৃষ্টি ভেজা পায়ে
খুঁজবো তোকে
আদি থেকে অনন্ত পর্যায়ে ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
হাত বাড়িয়ে সূর্য ধরা
মন বাড়ির ঐ আকাশ খোলা
একটু আধটু আঁধার খেলা
করছে তাড়াহুড়া ।
ও ও করছে তাড়াহুড়া
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
আজ বলছি তোকে
কখনো ফিরবোনা বাড়ি ।
Firbo Na Ar Bari-Lyrics In English:
Hath bariya surjo dhora
Mon bair oi akash khola
Ektu adtu adhar khela
Korche tarahura
O o korche tarahura
Mather pase chotto bari
Porichito keu dische ari
Ami na hoi ektu boka
Cholchi hawar gari
Mather pase chotto bari
Porichito keu dische ari
Ami na hoi ektu boka
Cholchi hawar gari
Aj bolchi toke
Kokhono firbo na bari
Aj bolchi toke
Kokhono firbo na bari
Rage ovimane rekhechi lamba dari
Thakle thakur voy paye
Kheye nito bangla tari
Eto dekha dekhi hote Biddasagor baki
Bujhe na bujhe akabuki
Joynal mare phaki
Aj bolchi toke
Kokhono firbo na bari
Aj bolchi toke
Kokhono firbo na bari
Raat kine nebo chader alo soho
Vite mati ja ja ache
Chere debo sob moho
Chutbo nogor gayea bristi veja paye
Khujbo toke
Adi theke ononto parjai
Aj bolchi toke
Kokhono firbo na bari
Aj bolchi toke
Kokhono firbo na bari
Hath bariya surjo dhora
Mon bair oi akash khola
Ektu adtu adhar khela
Korche tarahura
O o korche tarahura
Mather pase chotto bari
Porichito keu dische ari
Ami na hoi ektu boka
Cholchi hawar gari
Aj bolchi toke
Kokhono firbo na bari
Aj bolchi toke
Kokhono firbo na bari
Song Credit:
Song Name : Firbo Na Ar Bari
Singer : Zubeen Garg
Lyrics : Asish Baidya
Tune : Palash Chowdhury
Label : Protune
Rights Body : PROTUNE
গানের নামঃ ফিরবো না আর বাড়ি
শিল্পীঃ জুবিন গর্গ
কথাঃ আশিষ বৈদ্য
সুরঃ পলাশ চৌধুরী