আজ জ্যোৎস্নারাতে -লিরিক্সঃ
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে ।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে ।
যাব না গো যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
যাব না গো যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় রব আপন কোণে
যাব না এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
যাব না এই মাতাল সমীরণে।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে।
বসন্তের এই মাতাল সমীরণে ।
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে ।
Aaj Jyotsna Raate Lyrics-Lyrics In English:
Aj Josnaraate sobai gache bone
Aj jotsnarate sabai geche bone
Bosonter ei matal somirone
Aj jyotsna raate sobai gache bone
Aj Josnaraate sobai gache bone
Jabo na go jabo na je
Roinu pore ghorer majhe
Jabo na go jabo na je
Roinu pore ghorer majhe
Ei niralay robo apon kone
Jabo na ei matal somirone
Aj jyotsna raate sobai gache bone
Aj Josnaraate sobai gache bone
Amar e ghor bohu joton kore
Dhute hobe muchte hobe more
Amar e ghor bohu joton kore
Dhute hobe muchte hobe more
Amare je jagte hobe
Ki jani se asbe kobe
Amare je jagte hobe
Ki jani se asbe kobe
Jodi amay pore tahar mone
Jabo na ei matal somirone
Aj Josnaraate sobai gache bone
Aj jotsnarate sabai geche bone
Bosonter ei matal somirone
Aj jyotsna raate sobai gache bone
Aj Josnaraate sobai gache bone
Song Credit:
Song : Aj Jotsnarate
Singer : Shirin Soraiya
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Rabindra Sangeet
গানের নামঃ আজ জ্যোৎস্নারাতে
শিল্পীঃ শিরিন সোরাইয়া
রবীন্দ্র সঙ্গীত
Song Information:
রাগঃ বেহাগ
তালঃ তেওরা
পর্যায়ঃ পূজা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থানঃ শান্তিনিকেতন
স্বরলিপিকারঃ দিনেন্দ্রনাথ ঠাকুর