তোমার বীণা আমার মনোমাঝে-লিরিক্সঃ
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি,
কখনো শুনি, কখনো ভুলি,
কখনো শুনি না যে।
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি,
কখনো শুনি, কখনো ভুলি,
কখনো শুনি না যে।
তোমার বীণা
আকাশ যবে শিহরি উঠে গানে
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে
তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে।
হে বীণাপাণি, তোমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ।
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে ।
তোমার বানী কখনো শুনি
কখনো শুনি না যে
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
চলিতেছিনু তব কমলবনে,
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে।
তোমার সুর ফাগুনরাতে জাগে,
তোমার সুর অশোকশাখে অরুণরেণু রাগে।
সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে
গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে।
কুহেলী কেন জড়ায় আবরণে
আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে,
তোমার বানী কখনো শুনি
কখনো শুনি না যে
তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি,
কখনো শুনি, কখনো ভুলি,
কখনো শুনি না যে।
তোমার বীণা
Tomar Bina Amar Monomajhe-Lyrics In English:
Tomar bina amar monomajhe
Kokhono shuni kokhono bhuli
Kokhono shuni na je
Tomar bina amar monomajhe
Kokhono shuni kokhono bhuli
Kokhono shuni na je
Tomar bina
Akash jobe shihori uthe gaane
Gopon kotha kohite thakte dhorar kane kane
Tahar majhe sohosa maatee bisom kolahole
Amar mone badhonhara sopon dole dole
Hey Binapani, tomar sovatole
Akul hiya ummadiya besur hoye baje
Tomar bani kokhono shuni
kokhono shuni na je
Cholitachinu tabo komol bone
Pother majhe volano poth utola somirone
Cholitachinu tabo komol bone
Pother majhe volano poth utola somirone
Tomar sur fagunraate jage
Tomar sur asuksakhe arun ranu rage
Se sur bahi cholite chai apon-vola mone
Gunjorito-torito pakhar modhukorer sone
Kuheli keno jorai aborone
Adhare alo abilo kore, akhi je more laje
Tomar bani kokhono shuni
kokhono shuni na je
Tomar bina amar monomajhe
Kokhono shuni, kokhono bhuli
Kokhono shuni na je
Tomar bina
Song Credit:
Song : Tomar Bina Amar Monomajhe
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Rabindra Sangeet
গানের নামঃ তোমার বীণা আমার মনো মাঝে
রবীন্দ্র সঙ্গীত
Song Information:
রাগঃ আশাবরী-ভৈরবী
তালঃ ঝম্পক
পর্যায়ঃ পূজা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯২৬
রচনাস্থান: আলিপুর, কলকাতা
স্বরলিপিকারঃ দিনেন্দ্রনাথ ঠাকুর