শুকনো পাতার নূপুর পায়ে-লিরিক্সঃ
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি’
ঝরায়ে বকুল–চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়।।
বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি–ধূসর কায়।।
ইরানি বালিকা যেন মরু–চারিণী
পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী
আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়।।
Shukno Patar Nupur Paye-Lyrics In English:
Shukno patar nupur paye
Nachiche ghurni baye
Jol toronge jhilmil jhilmil
Dheu tule se jai
Dighir buke shotodol doli
Jhoraye bokul-chapar koli
Chonchol jhornar jol chol choli
Mather pothe se dhai
Bono-phol avaron khuliya pheliya
Alu-thalu elo keshe gogone meliya
Pagolini nache jai heliya duliya
Dhuli-dhusor kai
Irani balika jeno moru-charini
Pollir-prantor-bono monoharini
Ase dhaye sohosa goirik boroni
Balukar uddni gai
Song Credit:
Song : Shukno Patar Nupur Paye
Lyrics: Kazi Nazrul Islam
Tune : Kazi Nazrul Islam
Nazrul Geeti
গানের নামঃ শুকনো পাতার নূপুর পায়ে
কথাঃ কাজী নজরুল ইসলাম
সুরঃ কাজী নজরুল ইসলাম
নজরুলগীতি
Song Information:
রাগঃ মিশ্র
তালঃ কাহারবা
পর্যায়ঃ প্রকৃতি
