যে ছায়ারে ধরব বলে-লিরিক্সঃ
যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ সে মেনে নিল
আজ সে মেনে নিল
আমার গানেরই বন্ধন ॥
আকাশে যার পরশ মিলায়
শরতমেঘের ক্ষণিক লীলায়
আপন সুরে আজ
আপন সুরে আজ
শুনি তার নূপুরগুঞ্জন ॥
অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত
গোপন আসা-যাওয়ায়।
আজ শরতের ছায়ানটে
মোর রাগিণীর মিলন ঘটে
সেই মিলনের তালে তালে
সেই মিলনের তালে তালে
বাজায় সে কঙ্কণ ॥
Je Chayare Dhorbo Bole-Lyrics In English:
Je chayare dhorbo bole korechinu poon
Aj se mene nilo
Amar gaaner e bondhon
Akahse jar porosh milay
Shorot megher khonik lilay
Apon sure aj
Shuni tar nupur gunjon
Alosh diner hawai
Gondho khani mele jeto
Gopon asa-jawai
Aaj soroter chayanote
Mor raginir milon ghote
Sei miloner tale tale
Bajay se konkon
Song Credit:
Song : Je Chayare Dhorbo Bole
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Rabindra Sangeet
গানের নামঃ যে ছায়ারে ধরব বলে
রবীন্দ্র সঙ্গীত
Song Information:
রাগঃ ছায়ানট
তালঃ দাদরা
পর্যায়ঃ প্রেম
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
প্রেম পর্যায়ের আরও রবীন্দ্র সঙ্গীতঃ
সেদিন দুজনে দুলেছিনু বনে-লিরিক্স
