আমি তোমাকেই বলে দেব-লিরিক্সঃ
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ।
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ।
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ।
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া।
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া।
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ
তবে এই হোক তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
Ami Tomakei Bole Debo-Lyrics In English:
Ami tomakei bole debo
Ki je eka dirgho raat
Ami hete gache biran pothe
Ami tomakei bole debo
Sei bhule bhora golpo
Kora nere gache bhul dorojai
Chuye kannar rong, chuye josnar chaya
Chuye kannar rong, chuye josnar chaya
Ami tomakei bole debo
Ki je eka dirgho raat
Ami hete gache biran pothe
Ami tomakei bole debo
Sei bhule bhora golpo
Kora nere gache bhul dorojai
Chuye kannar rong, chuye josnar chaya
Chuye kannar rong, chuye josnar chaya
Ami kau ke bolini se nam
keu jane na, na jane aral
Ami kau ke bolini se nam
keu jane na, na jane aral
Jane kannar rong, chuye josnar chaya
Jane kannar rong, chuye josnar chaya
Tobe ei hok tire jaguk plabon
Din hok labonno, hridoye sarabon
Tobe ei hok tire jaguk plabon
Din hok labonno, hridoye sarabon
Tumi kannar rong, chuye josnar chaya
Tumi kannar rong, chuye josnar chaya
Ami tomakei bole debo
Ki je eka dirgho raat
Ami hete gache biran pothe
Ami tomakei bole debo
Sei bhule bhora golpo
Kora nere gache bhul dorojai
Chuye kannar rong, chuye josnar chaya
Chuye kannar rong, chuye josnar chaya
Song Credit:
গানের নামঃ আমি তোমাকেই বলে দেব
শিল্পীঃ সঞ্জীব চৌধুরী
গীতিকারঃ সঞ্জীব চৌধুরী
সুরকারঃ বাপ্পা মজুমদার
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ হৃদয়পুর
Song Name: Ami Tomakei Bole Debo
Singer | Vocal: Sanjeeb Choudhury
Lyric: Sanjeeb Choudhury
Tune: Bappa Mazumder
Band : Dalchhut
Album Name : Hridoypur (2000)