তোমার বাড়ির রঙ্গের মেলায়(Tomar Barir Ronger Melay)-লিরিক্স | সঞ্জীব চৌধুরী | বাপ্পা মজুমদার

Tomar Barir Ronger Melay Lyrics

তোমার বাড়ির রঙের মেলায়-লিরিক্সঃ

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না 
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না

ডাইনে তোমার চাচার বাড়ী
বায়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না 
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা 

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না
অমন পলক ফেলতে তো কেউ পারে না

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না 
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না 

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মানুষ হারে না
মন হারালেও মনের মানুষ হারে না

তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না

ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না 
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না 

Tomar Barir Ronger Melay-Lyrics In English:

Tomar barir ronger melay 
Dekhechilam bioscope
Bioscoper neshai amai chare na
Bioscoper neshai amay chare na

Daine tomar chachar bari
Bayer dike pukur ghat
Sei bhabonai boiyes amar bare na
Sei bhabonai boiyes amar bare na

Ontore thak poddo-golap
Godde-podde akchi mukh
Ghurte chilam ronger melay
Apurbo se tomar chokh
Amon polok phelte to keu pare na
Amon polok phelte to keu pare na

Tomar barir ronger melay 
Dekhechilam bioscope
Bioscoper neshai amai chare na
Bioscoper neshai amay chare na

Hotath tomai mon diyachi
Pheroth chai ni kono din
Mon ki tomar hater natai
Tomar kache amar rin
Mon haraleo moner manush hare na
Mon haraleo moner manush hare na

Tomar barir ronger melay 
Dekhechilam bioscope
Bioscoper neshai amai chare na
Bioscoper neshai amay chare na

Daine tomar chachar bari
Bayer dike pukur ghat
Sei bhabonai boiyes amar bare na
Sei bhabonai boiyes amar bare na

Song Credit:

গানের নামঃ তোমার বাড়ির রঙের মেলায় | বায়স্কোপ
শিল্পীঃসঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার 
গীতিকারঃ কামরুজ্জামান কামু
সুরকারঃ সঞ্জীব চৌধুরী
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ আকাশচুরি

Song Name: Tomar Barir Ronger Melay | Bioscope 
Singer | Vocal: Sanjeeb Choudhury & Bappa Mazumder
Lyric: Kamruzzaman Kamu
Tune: Sanjeeb Choudhury
Band : Dalchhut 
Album Name : Akashchuri




Post a Comment

Previous Post Next Post