সেই তুমি কেন এত অচেনা হলে-বাংলা লিরিক্সঃ
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল
যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
তুমি ক্ষমা করে দিও আমায়
কত রাত আমি কেদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল
যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাবো
আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আামি পারিনা
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল
যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল
যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
তুমি ক্ষমা করে দিও আমায়
Sei Tumi Keno Eto Ochena Hole-Lyrics In English:
Shei tumi keno eto ocena hole
Sei ami ken tomake dukkho dilem
Kemon kore eto ocena hole tumi
Kivabe eto bodle gachi ei ami
O bukeri sob kosto duhatte soriya
Cholo bodle jai
Tumi keno bujona
Tomake chara ami osohai
Amar sobtuku valobasha tomay ghire
Amar oporadh chilo jototuku tomar kase
Tumi khoma kore dio amay.
Koto raat ami kedachi,
Buker gobhire kosto niye
Sunnotai dube gechi ami,
Amake tumi firiye nao
Tumi keno bujhona
Tomake chara ami osohai
Amar sobtuku bhalobasa tomay ghire
Amar oporadh chilo
Jototuku tomar kache
Tumi khoma kore dio amay
Jotobar vebechi bhule jabo
Aro besi mone pore jai
Fale asa sei sob dinguli
Bhule jate ami parina
Tumi keno bhujona
Tomake chara ami osohai
Amar sobtuku valobasha tomay ghire
Amar oporadh chilo jototuku tomar kase
Tumi khoma kore dio amay
Shei tumi keno eto ocena hole
Sei ami ken tomake dukkho dilem
Kemon kore eto ocena hole tumi
Kivabe eto bodle gachi ei ami
O bukeri sob kosto duhatte soriya
Cholo bodle jai
Tumi keno bujona
Tomake chara ami osohai
Amar sobtuku valobasha tomay ghire
Amar oporadh chilo jototuku tomar kase
Tumi khoma kore dio amay.
Song Credit:
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
অ্যালবামঃ ফেরারি মন
Track : Sei Tum
Singer : Ayub Bachchu
Lyrics: Ayub Bachchu
Tune:Ayub Bachchu
Band Name: LRB