বুনতে বুনতে তাঁতী মন(Tati)-লিরিক্স | Coke Studio Bangla

Tati-Lyrics | Coke Studio Bangla

তাঁতী-বাংলা লিরিক্সঃ

হাগাঁয়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়,
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া।

চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া।

হাগাঁয়ের বধূ ঘাটে যায়
লাল শাড়ি পিন্দিয়া গায়,
হাতে বাজু, পায়ে ঘুঙুরি দিয়া।

চিকন চাকন গড়ন তারই
দেখতে লাগে কি সুন্দরী
শাড়ির পাইড়ে কোমরে বিছাইয়া। 

হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়,
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়। 

হানা দি রেশমের বনে
পাক দি পশমের রোঁয়ায়,
তাঁতঘরে জট পড়া সুতো
গুটি পায়ে আঙুলের ছোঁয়ায়।

হমান বোন, হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও, উদা ঘাটে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে।

হমান বোন, হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও, উদা ঘাটে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে।

Time to Jenja, time to Jayi
Time for unity
Time-to Jenja, time to Jayi
Time for unity
Every step, every melody
In a perfect harmony
Na ni muna gi, Ge me uwa abe di nma
Now only me and you fit make
This world move Je Je Le, Ye, ye

চড়ুই ভারই করব খেলা
পাইড়ে থাকবে নাগরদোলা
লাউ লতিকা বাহারি বাহারি
কেমতে বানাইলো শাড়ি?
সেই তাঁতুয়ার কোনটি বাড়ি?
তাঁতুয়া মোর নিলো মনটি কাড়ি।

বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে,
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে।

বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে,
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে।

বইনা গাছের বৈতরণি
ছৈন্না গাছের ছই
চন্দন গাছের চরকা 
আমার করে চই চই।

তাঁতী আমার কালাচাঁদ
জোরে মারে তাঁতে টান
তালে তালে গায়রে সাধের গান।

মনে লয় তারে কই
আমার বাড়ি যাইয়ো ঐ
দাওয়ায় বইসা খাইয়ো বাটার পান।

বুনতে বুনতে তাঁতী মন
টানা পোড়েনের ধুন সাধে
সুতোর উন্মুক্ত প্রান্ত যত
একে একে গিঁট দিয়ে বাঁধে।

হমান বোন, হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও, উদা ঘাটে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে।

হমান বোন, হইরে বাড়ে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে
ঘাটাইল খ্যাও, উদা ঘাটে
প্যাঁচে বাড়ে, ঘাটে বাড়ে।

Tati-Lyrics In English | Coke Studio Bangla:

Hagayer bodhu ghate jai
Lal sari pindiya gai
Hathe baju, paye ghuguri diya

Chikon chakon goron tar e
Dekhte lage ki sundori
Sari paire komore bichaiya

Hagayer bodhu ghate jai
Lal sari pindiya gai
Hathe baju, paye ghuguri diya

Chikon chakon goron tar e
Dekhte lage ki sundori
Sari paire komore bichaiya

Hana di resomer bone
Pak di posomer royai
Tat ghore jot pooraa suto
Guti paye anguler choyai

Hana di resomer bone
Pak di posomer royai
Tat ghore jot pooraa suto
Guti paye anguler choyai

Hman bon, hoire bare
Pach bare, ghate bare
Ghataile khao, uda ghate
Pach bare ghate bare

Hman bon, hoire bare
Pach bare, ghate bare
Ghataile khao, uda ghate
Pach bare ghate bare

Time to Jenja, time to Jayi
Time for unity
Time-to Jenja, time to Jayi
Time for unity
Every step, every melody
In a perfect harmony
Na ni muna gi, Ge me uwa abe di nma
Now only me and you fit make
This world move Je Je Le, Ye, ye

Churui var e korbo khela
Paire thakbe nagor dola
Lau lokika bahari bahari
Kemte banailo sari?
Sei tatuyar konti bari
Tatuya mor nilo monti kari

Bunte bunte tati mon
Tana puraner dun sathe
Sutor unmuktto pranto joto
Eke eke git diye badhe

Bunte bunte tati mon
Tana puraner dun sathe
Sutor unmuktto pranto joto
Eke eke git diye badhe

Song Credit:

Song Name: Tati
Singer: Arnob, Oli Boy, Jaya Ahsan, Md Gonjer Ali,
 Md Ariful Haque and others

Lyrics: Md. Gonjer Ali,
Shatarupa Thakurta Roy and Oli Boy

Tune: Shayan Chowdhury Arnob
 Label: Coke Studio Bangla



 

Post a Comment

Previous Post Next Post